Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements of recent years (03 years)

.         পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ, রাঙ্গামাটি-এর বিগত ০৩ বছরের অর্জিত রাজস্ব নিম্নে ছকে প্রদর্শিত হলো :-


.     The Chittagong Hill Tracts Forest Transit Rule, ১৯৭৩ অনুযায়ী Meticulously জোতপারমিট ইস্যু করণ প্রক্রিয়ায় প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর বাংলাদেশ-এর সভাপতিত্বে ০৬/১২/২০১৭খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত ও নিদের্শনা প্রতিপালনার্থে মাঠ পর্যায়ে বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় জোতের উল্লেখযোগ্য Visible স্থানে যেকোন গাছ বা স্থায়ী Object (বস্তু)-কে Bench Mark ধরে GPS Co-ordinates (Latitude & Longitude) গ্রহণ করতঃ প্রতিটি জোত ভূমির অবস্থান নির্ণয় করনান্তে সরেজমিনে তদন্ত পূর্বক যথাযথ উপায়ে উহার বিপরীতে ফ্রি-পারমিট ইস্যুকার্য সুনিশ্চিত করা হয়েছে। বিগত ০৩ (তিন) বছরে অত্র বন বিভাগ কর্তৃক ৫৮,১৮,৮৬,৮৮৭/- রাজস্ব অর্জিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে অত্র বন বিভাগের অধীন বাঘাইছড়ি উপজেলায় ১,০০,০০০ (এক লক্ষ) টি বনজ, ফলদ, ও ঔষদি প্রজাতির চারা উত্তোলন ও বিতরণ করা হয়েছে।  Strengthening Inclusive Development in Chittagong Hill Tracts (CHT) শীর্ষক প্রকল্পের আওতায় পাবলাখালী ও শিশক রেঞ্জের অধীনে সংরক্ষিত বন এলাকায় ১০০.০ হেক্টর ANR বাগান সৃজনসহ জন সাধারণের মাঝে ৬২,৫০০টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

     

         ২০২১ আর্থিক সনে নির্মাণ ও পূর্ত খাতে কাছালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়িতে ০১ টি স্টাফ ব্যারাক নির্মাণ করা হয়। বিভাগীয় বন কর্মকর্তার সরকারি বাসভবন, সীমানা প্রাচীর, স্পীড বোট ঘাট, বন প্রহরীর বাসগৃহ, মাইনীমুখ  বিশ্রামাগার, মাছালং রেঞ্জ কার্যালয়, পাবলাখালী রেঞ্জের সদর বিট কার্যালয়, রাঙ্গীপাড়া বিট কার্যালয় ও কাছালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির কার্যালয় মেরামত করা হয়। এছাড়া বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় ও শিশক রেঞ্জ কার্যালয়ে ০১ টি করে গভীর নলকূপ স্থাপন করা হয়। 



.     ২০১৯-২০ অর্থ বছরে “রাঙ্গামাটি অঞ্চলের অতিবর্ষণ জনিত ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ স্থাপনা সমূহ মেরামত ও সংস্কার” শীর্ষক প্রকল্পের আওতায় বিভাগীয় বন কর্মকর্তার বাসভবন সংলগ্ন রিটেইনিং ওয়াল নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের গেইট নির্মাণ ও বিভাগীয় বন কর্মকর্তার বাংলোর পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ অবকাঠামো নির্মাণ করা হয়েছে।


.     জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বন অধিদপ্তর কর্তৃক সারাদেশে বিনামূল্যে বিতরণের জন্য ২০১৯-২০ অর্থ বছরে ০১ (এক) কোটি চারা বিতরণ করা হয়েছে, তন্মধ্যে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীন রাঙ্গামাটি পার্বত্য জেলা ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ০২ (দুই) টি উপজেলায় (প্রতিটি উপজেলায় ২০,৩২৫ টি) সর্বমোট ৪০,৬৫০ টি চারা বিতরণ করা হয়েছে।


.     হাতি মানুষ দ্বন্ধ নিরসনে লংগদু উপজেলায় ১৩ সদস্য বিশিষ্ট এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে। তাদের এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এতদবিষয়ে উদ্বুদ্ধকরণের নিমিত্তে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। একই উপজেলার ভাসান্যাদম ইউনিয়ন সংলগ্ন পাহাড় এলাকায় ০১ টি অসুস্থ বন্যহাতিকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে বনে ফিরিয়ে দেয়া হয়।