ভূমিকাঃ
বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত রাঙ্গামাটি পার্বত্য জেলার উত্তর পূর্বাংশ এবং খাগড়াছড়ি জেলার উত্তর-পূর্বাংশ জুড়িয়া পাহাড়ী বনভূমি ও বনজ সম্পদের নিয়ন্ত্রণ এবং বন ব্যবস্থাপনা পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপর ন্যস্ত।
সংক্ষিপ্ত ইতিহাসঃ
অবিভক্ত বাংলায় প্রথম পর্যায়ে বৃহত্তর ও পার্বত্য চট্টগ্রাম জেলা সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বন বিভাগের সদর দপ্তর প্রথমে রাঙ্গামাটিতে অবস্থিত ছিল। সুষ্ঠ বন ব্যবস্থাপনার নিমিত্তে গেজেট নোটিফিকেশন নং-৪৩৫৬ তারিখ ১৭ই মে ১৯৫৪ইং মূলে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ গঠিত হয়। যাহার সদর দপ্তর নির্ধারিত হয় রাঙ্গামাটিতে।
অবস্থানঃ
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে ২০ ও ২৪ উত্তর অক্ষাংশে এবং ৯২ ও ৯৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমানা, পূর্বে ভারতের লুসাই পাহাড়ের আন্তর্জাতিক সীমানা ও দক্ষিণে কর্ণফূরী নদীর উত্তর তীর এবং পশ্চিমে মাইনী চেঙ্গী উপত্যকার বিভাজনকারী চুড়ায় মধ্যবর্তী স্থানে অবস্থিত।
North: Ridge between Massalong and Shishak Vally up to Kassalong
river and Northern boundary of lower Kassalong Reserve Forests and
joining the Rehabilitation area.
South: Southern boundary of Kassalong Reserve Forest.
East: Eastern boundary of Kassalong Reserve Forest.
West: Western boundary of Kassalong Reserve Forest.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস