Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

ভূমিকাঃ

বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত রাঙ্গামাটি পার্বত্য জেলার উত্তর পূর্বাংশ এবং খাগড়াছড়ি জেলার উত্তর-পূর্বাংশ জুড়িয়া পাহাড়ী বনভূমি ও বনজ সম্পদের নিয়ন্ত্রণ এবং বন ব্যবস্থাপনা পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের উপর ন্যস্ত।

 

সংক্ষিপ্ত ইতিহাসঃ

অবিভক্ত বাংলায় প্রথম পর্যায়ে বৃহত্তর ও পার্বত্য চট্টগ্রাম জেলা সমন্বয়ে গঠিত চট্টগ্রাম বন বিভাগের সদর দপ্তর প্রথমে রাঙ্গামাটিতে অবস্থিত ছিল। সুষ্ঠ বন ব্যবস্থাপনার নিমিত্তে গেজেট নোটিফিকেশন নং-৪৩৫৬ তারিখ ১৭ই মে ১৯৫৪ইং মূলে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ গঠিত হয়। যাহার সদর দপ্তর নির্ধারিত হয় রাঙ্গামাটিতে।

 

অবস্থানঃ

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে ২০ ও ২৪ উত্তর অক্ষাংশে এবং ৯২ ও ৯৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্যের আন্তর্জাতিক সীমানা, পূর্বে ভারতের লুসাই পাহাড়ের আন্তর্জাতিক সীমানা ও দক্ষিণে কর্ণফূরী নদীর উত্তর তীর এবং পশ্চিমে মাইনী চেঙ্গী উপত্যকার বিভাজনকারী চুড়ায় মধ্যবর্তী স্থানে অবস্থিত।

 

কাছালং রিজার্ভঃ
১৮৮১ সালের ২৩ এপ্রিল কাছালং রিজার্ভ ঘোষণা করা হয়।
 
মাইনী হেডওয়াটার রিজার্ভঃ
নোটিফিকেশন নং ১৩৪৪ টি.আর তারিখ- ১২/১০/১৯২৩ মূলে মাইনী হেড ওয়াটার রিজার্ভ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১৯৪০ সালের ১ জুলাই তারিখে গেজেট নোটিফিকেশন নং 106T মূলে কাছালং রিজার্ভ এবং মাইনি হেড ওয়াটার রিজার্ভকে একীভূত করিয়া কাছালং রিজার্ভ হিসাবে ঘোষণা করা হয় যাহার আয়তন ৬৭৭.৯২ বর্গমাইল/৪,৩৩,৮৬৮.৮ একর/১,৫৯,৩৮৫.২০ হেক্টর।
 
পাবলখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ঃ
১৯৬২ সালে কাছালং রিজার্ভের দক্ষিণ পূর্ব অংশকে গেইম সেঞ্চচুয়ারী ঘোষণা করা হয়। ১৯৮৩ সালের ২৯ সেপ্টেম্বর তারিখে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তদানীন্তন কৃষি মন্ত্রণালয়ের নোটিফিকেশন নং XIII/For-১/৮৩/৬৮২ মূলে পাবলাখালী গেইম সেঞ্চচুয়ারীকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়। পার্বত্য চট্টগ্রামের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য হাতিসহ নানা ধরণের বন্যপ্রাণীর আবাসস্থল। অভয়ারণ্যটি বাংলাদেশের অবশিষ্ট পার্বত্য বনভূমির মধ্যে সর্বোৎকৃষ্ট এবং একই সাথে জলাভূমি হিসেবেও গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছালং সংরক্ষিত বনাঞ্চলের দক্ষিণ পূর্ব অংশ রাঙ্গামাটি শহর থেকে ১১২ কি.মি দূরে কাপ্তাই লেকের উত্তর প্রান্তে অবস্থিত। যাহা রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি  ও লংগদু উপজেলার অন্তর্গত।
 
আয়তনঃ
বন্যপ্রাণী অভয়ারণ্যের আয়তন ১৬২.৪৩ বর্গমাইল/৪২,০৮৭ হেক্টর/১,০৩,৯৫৫.২০ একর।
 Boundary (চৌহদ্দী) 

North: Ridge between Massalong and Shishak Vally up to Kassalong
river and Northern boundary of lower Kassalong Reserve Forests and
joining the Rehabilitation area.

South: Southern boundary of Kassalong Reserve Forest.
East: Eastern boundary of Kassalong Reserve Forest.
West: Western boundary of Kassalong Reserve Forest.

 
বিশেষ আকর্ষণ সমূহঃ
  • হাতিসহ বহু প্রজাতির স্তন্যপায়ী প্রাণী।
  • পাখিদের নিরাপদ আশ্রয়স্থল।
  • ১০০-৩০০ মিটার উচ্চতাবিশিষ্ট পাহাড়ী এলাকা।